
মো.ইমরান হোসেন স্টাফ রিপোর্টার,
গাজীপুরের কালিয়াকৈরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ,বিএনপির সদস্য সংগ্রহ -নবায়ন এবং দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার স্মরণকালের রাজনৈতিক সমাবেশে প্রায় লক্ষাধিক নেতা-কর্মী , সমর্থক ও জনসাধারণের উপস্থিতিতে দলীয় বিভিন্ন স্লোগানে স্লোগান এলাকা মুখরিত হয়ে ওঠে।
শুক্রবার (৪ জুলাই) সফিপুর বাজারে সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ- শ্রম বিষয়ক সম্পাদক মো.হুমায়ুন কবীর খান,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মো.মজিবুর রহমান। পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন
,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল লতিফ, দেওয়ান মোয়াজ্জম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মোখলেছুর রহমান মাস্টার, মো. শহিদুল ইসলাম, মো.জালাল উদ্দিন, ডি,জি রাব্বানি,মো.নূরুল আমিন,
এডভোকেট মিজানুর রহমান, হযরত আলী মিলন, হারুনুর রশিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তৃণমূল বিএনপির ত্যাগী ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে যে জুলুম ও নির্যাতনের শিকার নেতৃবৃন্দের বক্তব্যে অভিযোগ, সাম্প্রতিক সময়ে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির বিতর্কিত ও অবৈধ কমিটি অবিলম্বে বাতিল করে সিনিয়র সকল নেতৃবৃন্দের সমন্বয়ে পুনরায় আহবায়ক কমিটি গঠন, চলমান রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।