
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদ খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ এলাকায় নিজ বাসভবনে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের যৌথ উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মো.মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদিন, সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বক্সী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ২৪ নভেম্বর কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন বোমার আঘাতে মারাজান।

























