মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২নং চাপাইর ইউনিয়নের কোটবাড়ি গ্রামে কাঠ বাগানে মাদক সেবনে বাধা দেয়ায় বাগানের মালিককে মারধর করে নাক ভেঙে দিয়েছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরে ঐ গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশের বাগানে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হেলাল উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশে তাহার একটি কাঠ বাগানে অনধিকার প্রবেশ করে পাইকপাড়া গ্রামের মোঃ কৌশিক(২২), পিতাঃ মোঃ শাহাজুদ্দিন, মোঃ রোমান(২২), পিতাঃ মোঃ দুলাল, মহব্বত(২১), পিতাঃ মোঃ শহিদ, বিপ্লব(২২), পিতাঃ আঃ সালাম, রবিন(২০), পিতাঃ সামসুল হক, রিয়াদ(২২), পিতাঃ রঞ্জন, সাকিব(২০), পিতাঃ সুলতান, মোঃ আশিক(২১), পিতাঃ আঃ আলীম নিয়মিত মাদক সেবন করে। শুক্রবার দুপুরের দিকে তারা মাদক সেবন করতে এসে বাগানে আগুন লাগিয়ে দেয়। এসময় হেলালউদ্দিন বাধা দিলে মাদকসেবীরা তাকে মারধর করতে থাকে। হেলাল উদ্দিনের ভাই মোশারফ হোসেন (৫৫) ও হেলাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩২) তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এ সময় আলমগীর হোসেনের নাকে আঘাত লেগে নাকের হাড় ভেঙে যায়। এদের ডাক চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে মাদকসেবীরা সেখান থেকে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার এসআই রাশেদ মিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।