
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবারিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার ছুলুর চালা এলাকা থেকে সোনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর বাড়ির লোকজনের দাবী আত্মহত্যা। তবে নিহত সোনিয়ার বাবার দাবী সোনিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।নিহত সোনিয়া ভোলা জেলার রামদাসপুর সদরের মোশারফ মৃধার মেয়ে।
সে উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া ছুলুর চালা এলাকার মৃত আ: সামাদের ছেলে শরিফ আহম্মেদের স্ত্রী। নিহতের বাবা মোশারফ মৃধা জানান,গত ৫বছর পূর্বে ভালো বেসে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া ছুলুর চালা এলাকার মৃত ছামাদের ছেলে শরীফ আহমেদের সাথে প্রেম করে বিয়ে হয়।গত ৬ মে মঙ্গল বার রাত দশটার দিকে সোনিয়া মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী শরীফ আহম্মেদকে আটক করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।কালিয়াকৈর থানার এস আই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।