উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
কালিয়াকৈরে তিনদিন ব্যাপী গিরেন পাগলের মেলা ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের শিমুলচালা গ্রামে গীরেন পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেলা শেষ হবে। ০৯তম গিরেন পাগলের মেলা ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হছে । এ মেলাকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেলায় সকল শ্রেনী- পেশা- ধর্ম- ও বর্ণের মানুষের উপস্থিতিতে মেলা হয়ে উঠে উৎসবমূখর ।
গীরেন পাগলের মেলায় প্রথম দিন থেকেই ধর্মীয় গান বাজনা শুরু হয়। বিকেল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে জনপ্রিয় ধর্মীয় গানের দল উপস্থিত হয়। সকল ধর্মীয় গান পরিবেশন করা হয় । এ মেলার বিশেষ কোন ধর্মের মেলা নয় -এটা নারী-পুরুষ- হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান সকলের মিলন মেলা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয় ।
গীরেন পাগলার পরিচালক কমিটির আনোয়ার হোসেন ও নাসির খান জানান- নয় বৎসর ধরে সকল ধর্মের মানুষের সহযোগীতায় এ মেলা পরিচালনা করে আসছি। মেলা নিয়ে কোন রকম সমস্যার সৃষ্টি হয় নাই । দেশের দুর-দুরান্ত মানুষ আাসে এ ছাড়াও স্থানীয় সিকদার চালা- নলুয়া-হবুয়ারচালা- নিশ্চিন্তপুর -গোলয়া- বোয়ালী -বড়ই বাড়ী- চা বাগান- রঘুনাথপুর, পিপড়াসিট ,গোবিন্দপুর,হাটুরিয়াচালা- গাছবাড়ী- মৌচাক- এলাকার মানুষের উপস্হিতি বেশি দেখা যায়। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপস্থি ও সহযোগীতা এ মেলায় থাকে।
মেলা পরিচালক কমিটির সদস্য নিতাই বর্মন জানান -আমরা নয় বৎসর যাবত সকলের সহযোগীতায় সুন্দর ও শান্তিপূর্ণ ভারে মেলা পরিচালনা করে আসছি। ভক্তরা মনে করেন গিরেন পাগল একজন প্রকৃত সাধক। এলাকায় জনশ্রুতি আছে গিরেন পাগল মানুষের আগাম ও ভবিষ্যত বলতে পাড়েন।
পিপডাসিট গ্রামের মজিবর রহমান বলেন, দুই শত বৎসরের ঐতিহ্য কেশা পাগলের অনুসারী গিরেন পাগল এক জন সাধক ও দানশীল ব্যক্তি। ভক্তদের দেওয়া উপহার সামগ্রী সকল কিছু অন্যকে দান করে দেন।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিমুলচালা গ্রামের মতিলাল সাধু ও শান্তি রানীর পুত্র গিরেন পাগল। গীরেন পাগলা নিজ বাড়ী ও ভক্ত আশ্রম মৌচাকে কলাবাদা বসবাস করেন।
গীরেন পাগলের মেলায় বসেছে বিভিন্ন ধরনের দোকান। শিমুল চালা গ্রামে শনিবার গভীর রাত পর্ষন্ত বিরাজ করবে উৎসবমুখর পরিবেশ।