জনপ্রিয় রক ব্যান্ড নগর বাউল এবার দলবল নিয়ে কাতারে সংগীতপ্রেমীদের মাতাতে যাচ্ছে। ব্যান্ডের প্রধান ও দেশের রক সংগীতের জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সেখানে অংশ নেবেন ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ।
কাতারের দ্য রয়েল আকসা রেস্টুরেন্টের আয়োজনে আগামী ৩০ এপ্রিল এশিয়ান টাউন এমপিথ্রিয়েটারে এই বিশেষ কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেমস ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন কণ্ঠশিল্পী বেইলি আফরোজ ও রিপা, জনপ্রিয় চিত্রনায়িকা ববি ও বিদ্যা সিনহা মিম, নাট্যাভিনেতা এজাজ ও আরফান এবং থাকবেন ডান্স মাস্টার ইউসুফ খান ও তার গ্রুপ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন পরিচিত মুখ আরশিয়া আলম।
তবে অনুষ্ঠানটির টিকিটমূল্য এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে নগর বাউলের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, “আয়োজকদের সঙ্গে আমাদের মৌখিক আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
দেশীয় সংস্কৃতি ও বিনোদন প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে একটি বড় আয়োজন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য। দর্শনার্থীরা মুখিয়ে আছেন জেমস ও নগর বাউলের অনবদ্য পরিবেশনা উপভোগ করার জন্য।