কক্সবাজার প্রতিনিধি।।
রামু উপজেলার কাউয়ারখোপের বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের উদ্যোগে পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া- সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ওই বিদ্যালয় মাঠে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা মৎস্য অফিসার তানভীর আহমদ।
পল্লী উন্নয়ন অফিসার মহি উদ্দিন শরীফ- উপজেলা খাদ্য অফিসার বিধান বড়ুয়া- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত- রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম- ডাক ভাংগা বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জুয়েল তালুকদার।
ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রি-প্রেজেন্টেটিভ মাছুম বিল্লাহ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার।
কাজী আব্দুল্লাহ মামুন- সাংবাদিক শোয়েব সাঈদ, মইষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি আব্দুর শুক্কুর- ডাক ভাংগা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাবিবউল্লাহ সিকদার- বিএনপি নেতা এনামুল হক প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী- ওয়ার্ড মেম্বার হাসান তালুকদার- সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার নুর নাহার- মইশকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগম- ডাক ভাংগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম- সাংবাদিক নুর মোহাম্মদ- সাংবাদিক আব্দুল মালেক- কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদযালয়ের সিনিয়র শিক্ষক ওসমান গনি- মোঃ মোস্তফা- ছৈয়দ আলম।
বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ- এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ- অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডাকভাঙ্গা বাংলাদেশ’ মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে অন্ধকারাচ্ছন্ন, অবহেলিত ও দূর্গম এসব এলাকাকে আলোকিত করেছে। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হলো ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণ ভাবে শেষ হয়েছে।