
শওকত আলম কক্সবাজার,
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলীতে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অন্যান্য মালামালসহ তিনজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩ জুলাই (বুধবার) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হয় ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ৮টি পিস্তলের গুলি, দুটি মোবাইল ফোন, একটি স্মার্টফোন, একটি ইজিবাইক এবং নগদ অর্থ।
গ্রেফতারকৃতরা হলেন:
শাহ আলম (৪০), বড় মহেশখালী
আব্দুল জলিল (২৯), উখিয়ার ইনানী
আদিল প্রকাশ আদিল্লা (৩৫), বড় মহেশখালী
র্যাব জানিয়েছে, এই অস্ত্র ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারসহ আশপাশের এলাকায় সন্ত্রাসীদের হাতে সরবরাহ করতেন। প্রাথমিক তদন্তে জানা যায়, শাহ আলম অজ্ঞাত একটি সূত্র থেকে অস্ত্র সংগ্রহ করতেন এবং তা আব্দুল জলিলের মাধ্যমে আদিল্লার কাছে পৌঁছে দিতেন। বিকাশের মাধ্যমে তারা আর্থিক লেনদেন করতেন, যা তাদের অপরাধী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
এছাড়া, র্যাব-১৫ জানায়, অস্ত্র ব্যবসায়ীরা স্থানীয় বিভিন্ন অপরাধী গোষ্ঠী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির জন্য দায়ী ছিলেন। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত ছিল।
র্যাব-১৫ এর সদর ব্যাটালিয়ন অভিযানে নেতৃত্ব দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
—