
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব আবদুল মান্নানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি মমতাজুল ইসলাম , কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অব.) আব্দুল মাবুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম জমা শেষে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেন,
“কক্সবাজার-৩ আসনের সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি এই আসনে বিজয়ী হবে। নির্বাচিত হলে আমি সদর–রামু–ঈদগাঁও এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন,
“লুৎফুর রহমান কাজল একজন ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা। এই আসনের জনগণ তার ওপর আস্থা রাখে। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হলে কক্সবাজার-3 আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।”
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলায় রাজনৈতিক তৎপরতা দিন দিন আরও জোরালো হয়ে উঠছে।















