
শওকত আলম, ককসবাজার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার, দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে অভিযান পরিচালনা করেছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী এই অভিযানটি চলেছে। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় ভূমি অফিসের কানুনগো, অফিস সহকারীসহ অন্যান্য কর্মচারীরা অফিস ত্যাগ করে। দুদক কর্মকর্তা জানিয়েছেন, এ সময় কিছু অনিয়ম পরিলক্ষিত হয় এবং বেশ কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে জব্দকৃত নথি যাচাই-বাছাই করা হবে, এবং প্রমাণ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটি কক্সবাজারে চলমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদকের ধারাবাহিক পদক্ষেপের অংশ। স্থানীয় জনগণের মধ্যে এই অভিযান আশার সঞ্চার করেছে।