
তৌহিদ বেলাল ,কক্সবাজার অফিস:
অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার চারবারের সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে আরও একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় দেন।
বিভাগীয় বিশেষ জজ আদালত সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা টাকার সমপরিমাণ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত। ইতোপূর্বে আসামি নুরুল আবছার এই মামলায় জামিনে গিয়ে পলাতক রয়েছেন বলেও জানা গেছে।
মামলার সূত্রে জানা যায়, এরশাদ সরকারের আমলে ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নুরুল আবছার কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালে পৌরসভার বিভিন্ন কাজের ২৯ লাখ ১৫০টাকা আত্মসাত করেন। পরে ১৯৯১ সালে মামলাটি করে সেই সময়ের দুর্নীতি দমন ব্যুরো।
এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের পৃথক তিনটি মামলার প্রত্যেকটিতে নুরুল আবছারের এক বছর করে সাজা দিয়েছিল। তিনি পৌর চেয়ারম্যান থাককালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা হয়েছিল।
























