
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১০ মে) সকালে কক্সবাজার শহরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদ্য ঘটে যাওয়া জুলাই আন্দোলনের সময়কার সহিংস ঘটনার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান গণমাধ্যমকে জানান, “সোহেল আহমদ বাহাদুর জুলাই মাসে সংঘটিত বিক্ষোভ ও ভাঙচুরে সরাসরি নেতৃত্ব দেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলা সহ আন্দোলনে ছাত্রদের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।”
যুবলীগের কেন্দ্রীয় কমিটি এখনও তার গ্রেফতারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। সোহেল আহমদ বাহাদুর একজন জনপ্রিয় নেতা, তাকে হয়রানি করা হচ্ছে।”
গ্রেফতারের পর সোহেল আহমদ বাহাদুরকে শনিবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে ফেরেন করেন।
পুলিশ জানিয়েছে, সোহেল আহমদ বাহাদুরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের প্রয়োজনে আরও কিছু নেতাকর্মীকে গ্রেফতারের প্রস্তুতি চলছে।