
কক্সবাজার,প্রতিনিধি
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির আসন্ন নির্বাচনে প্রাণচাঞ্চল্য ফিরেছে। প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেলগুলোর মধ্যে ফোরকান আহমদ খোকন ও মোহাম্মদ সাহাব উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলটি ইতোমধ্যে সদস্যদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তারা সংগঠনের উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে নির্বাচন মাঠে নেমেছেন।
ফোরকান আহমদ খোকন ও মোহাম্মদ সাহাব উদ্দিন তাদের প্যানেল ঘোষণার সময় বলেছেন, “আমরা বিশ্বাস করি, এডভোকেট ক্লার্ক সমিতির সদস্যরা সংগঠনের মূল চালিকাশক্তি। তাদের সম্মান, স্বার্থ এবং পেশাগত উন্নয়নের জন্য একটি জবাবদিহিমূলক, গতিশীল ও উন্নয়নমুখী নেতৃত্ব এখন সময়ের দাবি। আমরা যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হই, তাহলে ইনশাআল্লাহ সদস্যদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করবো।”
তারা আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো সংগঠনকে একটি সুশৃঙ্খল, আধুনিক ও কল্যাণমুখী প্ল্যাটফর্মে পরিণত করা, যেখানে প্রতিটি সদস্যের অধিকার এবং মর্যাদা অক্ষুন্ন থাকবে।”
নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন আইনজীবী সহকারী সদস্যদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। সদস্যদের দোয়ায় এবং মূল্যবান ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফোরকান আহমদ খোকন ও মোহাম্মদ সাহাব উদ্দিন প্যানেলের প্রার্থীরা।
তাদের পক্ষ থেকে প্রতিটি ভোটারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, “আপনাদের প্রত্যেকটি ভোট আমাদের জন্য একটি দায়িত্বের অঙ্গীকার। আসুন, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ উজ্জ্বল করি।”
উল্লেখ্য, আগামী দিনে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো সমিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।