
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সম্মানিত সদস্যদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার -২৫ মার্চ- বিকেলে শহরের হোটেল আলগণিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিক আইনজীবী সহকারী অংশগ্রহণ করেন।এছাড়াও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, কেন্দ্রীয় আইনজীবী সহকারী সমিতির সহ সভাপতি ফোরকান আহমেদ খোকন,সাবেক সভাপতি মনিরুল আলম,সাবেক সভাপতি বাবু মনোরন্জন সুশীল,সাবেক সভাপতি আতাউল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,প্রবীণ সদস্য মোজাম্মেল হক,এম ওয়াজিবুল হক,আবুল কালাম ছিদ্দিকী,সাধারণ সম্পাদক প্রার্থী এম সাহাব উদ্দিন,সাবেক সফল আপ্যায়ন সম্পাদক আবদুল হাসিম, সরওয়ার আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির প্রয়াত আইনজীবী সহকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম।
কেন্দ্রীয় আইনজীবী সহকারী সমিতির সহ সভাপতি ফোরকান আহমদ খোকন বলেন,কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের সম্মানার্থে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।