
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার পৌর শহরে মিশুক চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মিশুক চালক ও মালিকরা।
আজ দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
আগামী ৩০ এপ্রিল ২০২৫ হতে কক্সবাজার পৌরসভায় মিনি টমটম (মিশুক) চলাচল বন্ধে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
২৭ এপ্রিল রোববার, সকাল ১১ ঘটিকায় শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এই বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল নিয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিন করেন।
বক্তারা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা না করেই মিশুক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।
ফলে কয়েক হাজার চালক ও মালিক পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মিশুক চলাচলের অনুমতি দাবি জানান।
অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।