
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে পুলিশ কনস্টেবলের বাবা মনির আহমদ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত আসামি মো. আক্কাস (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গত ০৩ নভেম্বর ২০২৪ ভোরে মহেশখালীর পাট্টাছড়ি ঘোনায় ভিকটিম মনির আহমদকে গুলি করা হয়। প্রায় তিন ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিকভাবে থানা পুলিশ ৯ মাস তদন্ত চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই কক্সবাজার জেলায় ন্যস্ত করা হয়। পিবিআই পরিদর্শক মো. রিয়াজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে মামলার তদন্তে উঠে আসে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত।
তদন্তে জানা যায়, আসামি জয়নাল আবেদীন (৪১) পূর্বে বহুল আলোচিত বিডিআর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। মুক্তির পর জমি বিরোধকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবলের বাবা মনির আহমদকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ১০-১১ জন সহযোগী নিয়ে ভিকটিমের মাছের প্রজেক্টে হামলা চালানো হয় এবং নুরুল আফসার নামের আসামি গুলি চালায়।
তদন্তে আসামিদের দেওয়া স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে পিবিআই ঘটনার রহস্য উদঘাটন করেছে। গ্রেফতারকৃত আক্কাস হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই।















