
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
শেফালী নাথ বসবাস করে আসছেন দীর্ঘ ২৫ বছর ধরে রামু উপজেলার হাসপাতাল পাড়া পুর্ব কুলাল পাড়া এলাকায়।
রাবার বাগানের জমি দাবি করে একশ্রেণির অসাধু কর্মকর্তা বাগান পাহারাদার মাধ্যমে চাঁদাদাবী করে।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে রামু রাবার বাগান অফিসের সহকারী মাঠ তত্বাবধায়ক সায়েদুল ইসলামের নেতৃত্বে বসতবাড়ির সীমানা প্রাচীর বাউন্ডারি ভাংচুর করে গুড়িয়ে দেয়।
একপর্যায়ে বাড়ির গৃহীনি শেফালী নাথকে মারধরসহ শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
রামু রাবার বাগানের প্রধান সহকারী প্রশাসন নাজিম উদ্দীন, সহ হিসাব কর্মকর্তা নুহ ইসলাম আকন্দ, রামু রাবার বাগানের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হাসানসহ অন্যান্য শ্রমিক কর্মচারীগণ অভিযানে অংশ নেন।
২৫ এপ্রিল শুক্রবার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসপাতাল এলাকার পুর্ব কুলাল পাড়াতে এ ঘটনাটি ঘটে।
একই এলাকার সুমন ধর, অমল শমা পেঠান ও শ্রীমন্ত কর্মকার জানান আমরা দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছি।
রামু রাবার বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান রাবার বাগানের কর্মকর্তা ও কর্মচারীগণ বাগানের নিজস্ব জায়গায় নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল গুড়িয়ে দিয়েছেন। এখানে কোন সংখ্যালগোর উপর নির্যাতন ও শ্লীলতাহানির মতো কোন ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী নারী শেফালী নাথ জানান সম্পুর্ন অবৈধ ভাবে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছেন ও শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেছেন।