নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে জ্বালানি তৈল পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে র্যাব-১৫ সদস্যরা।
এসময় একজন পাচারকারী চক্রের সদস্যসহ ৪৩২ লিটার জ্বালানি তৈল অকটেন জব্দ করেছে।গ্রেফতারকৃত চোরাকারবারী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপ উত্তরপাড়ার
সুলতান আহম্মদ ও সালমা আক্তারর পুত্র মোহাম্মদ ইব্রাহিম-২২-। র্যাব-১৫ সোমবার-২৯ জানুয়ারি-সংবাদ মাধ্যমে এসব তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জানতে পারে যে তিনজন চোরাকারবারী অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে অকটেনসহ টেকনাফ উপজেলার দক্ষিণপাড়া শাহপরীর দ্বীপে একটি বসত ঘরে অবস্থান করেছে।
ওই সংবাদের ভিত্তিতে রবিবার-২৮ জানুয়ারি-র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৮টি ড্রামে ৪৩২ -চারশত বত্রিশ-লিটার অকটেন জব্দ করেছে। এ সময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা অকটেন ভর্তি প্লাস্টিকের কনন্টেইনার রেখে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করে। অপর দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত চোরকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করেছে।