
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় ভুয়া আর্মি অফিসার সেজে জনসাধারণকে হয়রানি করার অভিযোগে ইউসুফ আনোয়ার (৩০) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের আনসার চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামের বাসিন্দা ছলিমুল্লাহর ছেলে। তিনি সিভিল পোশাকে একটি ওয়াকিটকি (ওয়ারলেস) নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর (ASU) সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন বলে জানা গেছে।
ঘটনার সময় জনতার হাতে ধরা পড়লে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা নং-৫৯, তারিখ ৩০/০৮/২৫ রুজু হয়েছে। পরবর্তীতে শনিবার সকালে আটক ইউসুফ আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।