
শওকত আলম, কক্সবাজার
ঈদের ছুটিতে কক্সবাজারসহ দেশের পর্যটন এলাকাগুলোতে হোটেল, রিসোর্ট বা গেস্ট হাউজে অতিরিক্ত রুম ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায় বা পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।
পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হোটেল-মোটেল মালিকদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে—কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
প্রতিটি হোটেলে কক্ষভাড়ার তালিকা ঝুলিয়ে রাখতে হবে এবং পর্যটকদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। কোনো ভাড়া সংক্রান্ত অভিযোগ থাকলে পর্যটন পুলিশ বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।