
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা ঘটে গত শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে। জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানার আওতাধীন পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিকুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাঁও ইউনিয়নের দূর্গারামপুর উত্তরপাড়ার মৃত আবু তাহেরের পুত্র। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়ায় বসবাস করছিলেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশ আবারো অভিযান চালায়। এ সময় তার ভাড়া বাসার একটি রুম তল্লাশি করে আরো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এভাবে মোট ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ইয়াবার চালান কক্সবাজারে স্থানীয় ও আন্তঃজেলা মাদক চক্রে সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।