
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম থেকে মোট ৩০টি আসন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরবী ভাষা ও সাহিত্য, বাংলা, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আসন সংখ্যা ৮০ থেকে বেড়ে এখন ৯০টিতে উন্নীত হয়েছে। এই আসন বৃদ্ধি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।
রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাবনা এবং পরবর্তীতে ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্ত অনুযায়ী এই আসন বৃদ্ধির বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হয়।
আসন বৃদ্ধি পাওয়া বিভাগগুলো হলো আরবী ভাষা ও সাহিত্য, বাংলা, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রতিটি বিভাগেই ১০টি করে আসন বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ যেমন বাড়বে, তেমনি অনুষদের একাডেমিক কার্যক্রমও আরও সম্প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমতিক্রমে কলা অনুষদের তিনটি বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করছি, এই সিদ্ধান্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”
























