
মো. আসাদ উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও আলোচনা সভায় এ কমিটি নির্বাচিত হয়।
উপস্থিত সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে উপদেষ্টাদের তত্ত্বাবধানে কার্যনির্বাহী সদস্যরা ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এতে সর্বাধিক ভোট পেয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু জাফর সভাপতি এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাজির হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে মিরপুর কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহসিন কবির। এছাড়া, সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার প্রায় অর্ধশত শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নতুন সভাপতি আবু জাফর বলেন, “আমি পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের তাওফিক দান করেন। আমি চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক।”
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, “বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও গুরুত্বপূর্ণ একটি সুযোগ। আমার লক্ষ্য—এই সংগঠনকে আরও কার্যকর, শক্তিশালী ও গতিশীল প্ল্যাটফর্মে পরিণত করা। আমি চাই, আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও আত্মিক সম্পর্ক গড়ে উঠুক। সেই লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”