
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ সরকারি তোলারাম কলেজ মিলনায়তনে আয়োজিত “ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার কন্ডিশন” শীর্ষক ইন্টারপ্রেনিয়র সামিট ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে পণ্ড হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলার কথা ছিল এ সামিট। ইন্টারপ্রেনার সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম, বিকেএমইএ সভাপতি মো. হাতেম আলী, ইন্টারপ্রেনার সেক্রেটারি মর্তুজা রেজা খোকনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী।
সাক্ষীদের বরাতে জানা যায়, অনুষ্ঠান চলাকালে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ছাত্রদল কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা বিকেএমইএ সভাপতি মো. হাতেম আলীকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে অনুষ্ঠান বন্ধের দাবি জানায় এবং “আওয়ামী দোসরের ঠিকানা এই বাংলায় হবে না” বলে স্লোগান দিতে থাকে।হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিথি ও উপস্থিত ব্যক্তিরা নিরাপত্তার স্বার্থে মিলনায়তন ত্যাগ করেন। ফলে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়।এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হবে।

























