
মোঃ আসিফুজ্জামান আসিফ ,
ঢাকার উপশহর আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ২০টিরও বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার সকাল থেকে জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. আল আমিন মন্ডল (ছাত্র-জনতা হত্যা মামলার আসামি)
জুনায়েদ হাসান জুনু (অস্ত্র মামলার পলাতক ও অবৈধ জুয়া লটারির হোতা)
রোমান ইসলাম (কিশোর গ্যাং সদস্য)
মো. স্বপন
রাফিউল ইসলাম রকি
মনির হোসেন
ইয়ামিন হোসেন
নুরুল হক
ওসি আব্দুল হান্নান জানান, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়দের মতে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের গ্রেপ্তারের খবর পেয়ে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।