
কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মুহাম্মদ হানিফ নামে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের পুত্র।
সোমবার (১২ জানুয়ারি) সকাল দশটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নাফ নদীর কিনারে মাইন বিস্ফোরণের ঘটনায় ওই যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারে নাফ নদীর কিনারায় মাইন পুঁতে রাখে। এর আগেও একাধিকবার স্থানীয় জেলেরা নাফনদে মাছ ধরার সময় মাইন বিস্ফোরণে পা হারিয়ে ছিলেন।
জানা গেছে, হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জেলে মুহাম্মদ হানিফ নাফ নদী সংলগ্ন একটি মাছের খামারে কাজ করতেন। অন্যান্য দিনের মতো সোমবার সকালে কাজ করতে গিয়ে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘নাফনদী সংলগ্ন মৎস্য ঘেরে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
























