
মোঃ আল আমিন মল্লিক বেতাগী প্রতিনিধি
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার বেতাগীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(২৭ এপ্রিল) সকাল ১১ টায় বেতাগী প্রেসক্লাব চত্বরে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করে হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা পাঠক মেলার সভাপতি মোঃ শাওনে ’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুআ হোসেন খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি এসএম নুরুল ইসলাম পান্না, বিএনপি নেতা প্রভাষক মোঃ শাহিন মল্লিক, বেতাগী প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃ কামাল হোসেন, আমারদেশ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ডব্লিউ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, উপজেলা যুবদলের আহবায়ক মো. মনিরুজ্জামান খান জুয়েল, পৌর মৎস্যজীবি দলের সভাপতি আবদুল মালেক খান, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন, যুবনেতা জাহিদুল ইসলাম সাদ্দাম, পাঠক মেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইমরাত হোসেন ফোরকান, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক জলিলুর রহমান, সাংবাদিক জসিম উদ্দিন, পাঠক মেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সুজন,আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ সজল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সমন্নয়ক সাংবাদিক মোঃ ইমরান, ছাএদল নেতা রানা, ক্রিয়া সংগঠক মোঃ জুম্মানসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন একজন মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।