সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
দক্ষ যুব গড়ব দশ- বৈষম্যহীন বাংলাদশ- এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছ।
আমতলী উপজলা প্রশাসন ও যুব উনয়ন অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় দিবসটি পালন উপলক্ষ
উপজলা পরিষদর সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদর হল রুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজলা যুব উনয়ন কর্মকর্তা মোহ সাইফুর রহমানর সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার -ভূমি- তারেক হাসান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার- সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান- মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল- বিআরডিবি কর্মকর্তা মোঃ ফিরোজ আলম- এ্যাডভাকট মোঃ আওলাদ হোসেন- আমতলী একে সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান- এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান- দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, কালের কন্ঠের উপজলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ, দুলাল স্মতি সংসদর সভাপতি মোঃ ইকবাল আহম্মদ তালুকদার-বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলন নেতা মোঃ আবদুল্লাহ ও যুব উদ্যোক্তা তুষার রায় প্রমুখ। সভার শুরুতই যুব ও যুবাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি মোঃ সাইফুর রহমান। সভা শেষে ৬ জন নারী ও ৩ জন যুব উদ্যোক্তাদের মধ্য ৭লক্ষ ৩০ হাজার টাকার চেক ও বিভিন বিষয়ে প্রশিক্ষণ গ্রহনকারী ৩০ জন প্রশিক্ষনার্থীদের মধ্য সনদ পত্র বিতরন করা হয়।