
জান্নাতীন নাঈম জীবন /পবিপ্রবি প্রতিনিধি।।
২০ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জয় লাভ করে।
আজ ১২ই নভেম্বর, দুপুর ৩টায় অনুষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচে পবিপ্রবি ৩-১ গোলের জয় পায়।
প্রথম রাউন্ডে ২ টি ম্যাচেই জয় লাভ করে পবিপ্রবি তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো।আগামীকাল ১৩ তারিখ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
টুর্ণামেন্টে সর্বমোট ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ১৬ টি ম্যাচ, দ্বিতীয় রাউন্ডে ৮ টি,কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনাল,তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ,ফাইনাল ম্যাচ।ৃ