একেএম কামাল উদ্দিন টগর,
নওগাঁ জেলা প্রতিনিধি ।।
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক প্রবাসীর স্ত্রী আতœহত্যা করেছেন। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার থাঐপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্তানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়নাথপুর গ্রামের সৌদী প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী পারুল বিবি (৩৫) মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায় গতকাল বেলা ১১ টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থাঐপাড়া নামক স্থানে পৌঁছলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেন। শান্তাহার জিআরপি থানার ওসি শফিউল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শান্তাহার জিআরপি থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।#