
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র, বিস্ফোরক সামগ্রী এবং মাদক বিক্রির নগদ অর্থসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিনের দিকনির্দেশনায় ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত ৪টা ৪০ মিনিটে আড়াইহাজার থানাধীন হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় মোহাম্মদ নাঈম (৪২)-এর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন— মোহাম্মদ সুজন (৩০), রুবেল ভূঁইয়া (৩৫), রুনা বেগম (৩৮) ও মোহাম্মদ নাঈম (৪২)। এসময় তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যান, আনুমানিক ১৫০ গ্রাম মদ, মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং ৬টি টালি খাতা উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মোহাম্মদ নাঈম অস্ত্র ও বিস্ফোরক রাখার তথ্য স্বীকার করলে তার বসতবাড়ির রান্নাঘরের চালের ড্রামের ভেতর থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২টি ম্যাগাজিন, ১০টি ককটেলসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























