
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ।
বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপি সিলেট জেলা।
সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্তি ঘটে।
এতে এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ উপস্থিত ছিলেন ।
এছাড়াও জেলা, বিভিন্ন উপজেলার নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসময় এনসিপি নেতাদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘ বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই ‘ , ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ , ‘ফ্যাসিস্টদের ঠিকানা,এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায়নি, আর এ গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি এবং দেশের মানুষ বরদাশত করবে না। যাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না, তিনি আরো বলেন সিলেটের বিভিন্ন সরকারি অফিসে এখনো আওয়ামী দোসররা ফ্যাসিজম প্রতিষ্ঠার পায়তারা করে যাচ্ছে। অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।