
মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
আওয়ামী নিষিদ্ধ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির । এ সময় তিনি আরো বলেন জনগণের শক্তির উপর কোন শক্তি নাই। জনগণের শক্তির কারনেই আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে তারাবো পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মামুন ভূইয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,
তারাব পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মতিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া,তারাব পৌর যুবদলের সদস্য সচিব আহাদ কাজী আব্দুল হালিম ভূঁইয়া কামরুল ভূঁইয়া সহ অনেকে।