মোঃ মিজানুর রহমান- সাতকানিয়া।।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগী-বৈঠার নৃশংসতায় জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার -২৮ অক্টোবর- বিকেল ৩ টায় সাতকানিয়া উপজেলার কেরানিহাট সী ওয়াল্ড রিসোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জনাব জাফর সাদেক।
এছাড়াও সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক- চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নুর হোছাইন- চট্টগ্রাম দক্ষিণ জেলার এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া- চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু নাছের- সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন- সাতকানিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা আবুল ফয়েজ- লোহাগাড়া উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী-বাঁশখালী উপজেলার আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা- সাঙ্গু থানার আমীর ডাক্তার আব্দুল জলিল- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফ উল্লাহ আরমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী ও ডাক্তার নুরুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাছিনা লগি-বৈঠা দিয়ে মানুষ খুনের যে নির্দেশ দিয়েছিল তা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করে লাশের উপর নিত্য করেছিল হায়েনার দলের সন্ত্রাসীরা। নৃশংস হত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছিল কিন্ত ফ্যাসিস্ট সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করেন। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ফ্যাসিবাদী সরকার। আমরা বিশ্বাস করি এ পটপরিবর্তনের ফলে বাংলাদেশের জামায়াত ইসলামীর মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে।
বাংলাদেশের জনগণের দাবি অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। শেখ হাছিনার ইতিহাস খুনের ইতিহাস বলে অভিহিত করেন বক্তারা।