মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। বিষখালী নদীর ভাঙ্গনকুল ও নির্জন এলাকায় অবস্থিত ৬০নং দক্ষিণ পালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেয়া হয়েছে। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করে ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করায় পদটি শুন্য হয়। আগামী ২৭জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের ১৬দিন পূর্বে ভোটকেন্দ্র পরিবর্তন করার প্রতিবাদে ক্ষোভে ফুসে উঠেছেন ওই এলাকার লোকজন।
বুধবার বিকেলে পালট মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্দ এলাকাবাসী। এতে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী-শিক্ষাবিদ ও সমাজসেবক মো. এমএস আলম-মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. গোলাম মহিউদ্দিন চিনু-সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম জুয়েল-স্থানীয় আ. বারেক চৌকিদার- মো. কামাল হাওলাদার, মো. সুমন হাওলাদার-মো. ফোরকান মাঝি প্রমুখ। প্রতিবাদ সমাবেশে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান- পালট ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল তার নিজ খেয়াল খুশি অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে ২০২১ সালের ২১জুন স্থানীয় ইউপি নির্বাচনে যাতে প্রশাসন ভোট কেন্দ্র পরিদর্শনে ব্যাঘাত করতে ৬০ নং দক্ষিণ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে একমাত্র জনচলাচলে পাকা রাস্তাটি কেটে রেখেছিল। স্থানীয় সরকার প্রতিষ্ঠার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা ০৫ জুন ২০২৩ সম্পূর্ণ উপেক্ষা করে অন্য প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থানান্তরিত করা সম্পূর্ণ বে-আইনী বাস্তবায়ন করেছে। আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন-যদি ভোট কেন্দ্র নির্বাচনের মধ্যে পরিবর্তন করা না হয় তাহলে উচ্চ আদালতে আইনের আশ্রয় নেয়া হবে।