কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আগামীকাল অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেল ৪টায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে স্থলবন্দরের প্রধান সড়ক চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও চারমাথা মোড়ে এসে শেষ হয়। এসময় তারা বৈষম্য বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। শ্লোগানের শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারমাথা এলাকা।
পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ছাত্রদের ৯ দাফা দাবি মেনে নিয়ে সরকারের প্রতি আহবান জানায়।
শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ কারনে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি ৩০ মিনিট বন্ধ হয়ে যায়।