তৌহিদ বেলাল।।
কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা নারী ও পুরুষের দুটি লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন লাশ দুটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সকাল এগারোটার দিকে দ্বীপের জেটিঘাটের হুলবুনিয়া থেকে লাশ দুটি উদ্ধার করে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বীপের জোয়ারের পানিতে ভেসে আসা দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।