আবু তালেব
লালপুর- নাটোর- প্রতিনিধি।
নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার -১৫ আগস্ট- বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা লালপুর বাজারের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একদিকে
বিকেল পাঁচটার সময় কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষ থেকে সাজেদুল ইসলাম হলুদ- আমিনুল ইসলাম টমি- রাশিদুল ইসলাম মেম্বার- রানা- বাচ্চু- জাফর- সাকিব আহমেদ সহ এক পক্ষের ছাত্রদল- যুবদলের নেতৃত্বে লালপুর বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বিকেল ছয়টার সময় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত্ত ফজলুর রহমান পটলের পরিবারের পক্ষ থেকে হারুন অর রশিদ পাপ্পু- আশরাফুল আলম লুলু -রবিউল ইসলাম রবি- আনারুল ইসলাম- শহিদুল ইসলাম- আব্দুস সালাম- ইকবাল হোসেন বাবলু- আব্দুল বারী- তুহিন- সাবেক মেম্বার মহাব্বত আলী সহ ছাত্রদল- যুবদলের নেতৃত্বে লালপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ত্রিমোহিনী চত্বরে আলোচনা সভা করেছেন।
এ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু বলেন, লালপুর বাজারের যত ব্যবসায়ী রয়েছেন তাঁদের উদ্দেশ্য বলেন কোনো বিএনপি নেতাকর্মী যদি চাঁদা দাবি করে তাহলে আমাকে জানাবেন আমি এর বিচার না করতে পারলে জিবনে রাজনীতি ছেড়ে দেবেন।