মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে একটি মাটিবাহী পিক-আপ গাড়ির চাপায় প্রাণ গেল মো. রিহান নামে চার বছর বয়সী এক শিশুর। রোববার -৫ জানুয়ারি- দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিহান লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামের ভাঙারি ব্যবসায়ী রুবেল হোসেনের ছেলে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পিক-আপের চালক মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিবাহী পিকআপ গাড়িটি জকসিন বাজার এলাকা থেকে ভবেরহাট দিকে যাচ্ছিলো। সেটি চাঁদখালী এলাকায় হাওলাদার বাড়ির দোকানের সামনে এসে রাস্তা পারাপারের সময় রিহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মোন্নাফ বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালকে আটক করা হয়েছে। পিক-আপটি জব্দ করা হয়। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।