মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এমন অবস্থায় জেলার তাপমাত্রা কমে বাড়তে পারে শীত। সেইসঙ্গে রয়েছে বাতাসও। এতে শীতটা যেন একটু বেশি অনুভুত হচ্ছে।
শনিবার -৩০ নভেম্বর- দুপুর থেকেই জেলার আকাশ ছিল মেঘলা। চারদিক ঢেকে ফেলা মেঘের মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তেজ তেমনটা ছিল না। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা কমতে পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে আবহাওয়া অধিদফতরের দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লক্ষ্মীপুরের জেলেদেরকে আজ নদীতে নামতে দেখা যায়নি। সবাই নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।