
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুর- ২৮ অক্টোবর ২০২৪: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে প্রাণ হারানো জামায়েত ইসলামী নেতাকর্মীদের স্মরণে এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয়ে এ সমাবেশে অংশগ্রহণ করেন। সকাল থেকেই উপজেলার প্রধান সড়কগুলোতে জনস্রোত দেখা যায়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ড নিয়ে তাণ্ডবের ঘটনার বিচার দাবিতে সরব ছিলেন। সমাবেশে বক্তারা বলেন-২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হামলা এবং হত্যাকাণ্ড আমাদের ইতিহাসের এক কালো অধ্যায়। এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় জামায়েত ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন-২০০৬ সালের এই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে জামায়েত ইসলামী নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালিয়ে তাদের হত্যা করে। আজ আমরা তাদের স্মরণে এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে একত্রিত হয়েছি।
তারা আরো বলেন-এই ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং এর মাধ্যমে আমাদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”
বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।