
র্যাবের পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এসময় ২০ কেজি গাঁজা ও ১৬০ গ্রাম হেরোইন উদ্বার করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (৪ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুশাড়ীপাড়া থেকে (২০ বিশ) কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে র্যাব। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন, হেনা বেগম (৪০) ও জরিনা বেগম (৩০)।
এছাড়া (৩ অক্টোবর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া মধ্যপাড়া থেকে (১৬০ গ্রাম) হেরোইনসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করে র্যাব। যার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন মোঃ তানজিল (২৮), মোঃ আল আমিন মল্লিক (২৯), সঞ্জয় ধর (৩৮), মোঃ শাকিল (৪০) ও মোঃ তানভীর সিদ্দিক বাধন (৩৪)।
র্যাবের ১০ এর কম্পানী কমান্ডার এনায়েত শোয়েব জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগর ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্যর কারবারি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।