মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র ্যালী করা হয়েছে। গতকাল ৮ জুন শনিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সে থেকে র ্যালীটি বের করে উপজেলা পরিষদের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা হয় অনুষ্ঠিত হয় ।
উপজেলা ভূমি অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- সিমন সরকার- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা- নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব- রূপগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানোনগো মোঃ কামরুল হাসান ভুইয়া- সার্ভেয়ার মশিউর রহমান- প্রধান সহকারী মো: মামুন হোসেন- নাজির মোঃ নাসির উদ্দীন- সায়রাত সহকারী ইমরান হোসেন- মুড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস উপ সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম- কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান- রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ- তারাবো পৌর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কাদির- কেন্দুয়া ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা তোফায়েল আহমেদ- দাউদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।