মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাড়িয়া-ছনি কাচারবাড়ি দেড়শো ফুট রাস্তার পাশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর হাসান বাবুল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাফুজুর রহমান হুমাইন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দীন বাচ্চু,রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর হাসান বাবুল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোশারফ হোসেন মোল্লা- উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুন নবী ভূইয়া,সদর ইউনিয়নের যুপ্ন সম্পাদক ফারুক খন্দকার সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।