মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর -এলজিইডি- পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ৭টি ইউনিয়নের ৬৮ জন নারী কর্মীর প্রত্যেককে ১লাখ ১৯ হাজার ২ শ ২৪ টাকার চেক ও সনদ প্রদান করা হয়।
উপজেলা প্রকৌশলী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী মোঃ আহসানুজ্জামান- উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- সিমন সরকার- রূপগঞ্জ পূর্বাচল রাজস্ব সার্কেল এসিল্যান্ড ওবায়দুর রহমান সাহেল- উপজেলা প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আশরাফুল ইসলাম- শফিউল আলম- শাহনেওয়াজ ভুইয়া- সিও জুবায়ের ও হিসাব রক্ষক এমএম সুলতান মাহমুদ।
পরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক তুলে দেন অথিতিবৃন্দ।