
নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
সরকারি ভাবে কোন নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্কেভেটর দিয়ে বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে রামুর সহকারি কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের বিরুদ্ধে।
সোমবার ২ ডিসেম্বর বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকায় প্রবাসী হাজী ছালে আহাম্মদের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভুক্তভোগী হাজী ছালে আহাম্মদ জানান রামু সহকারী জজ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় সম্পূর্ণ অবৈধ ভাবে অভিযান পরিচালনা করে রামু উপজেলা প্রশাসন।
স্কেভেটর দিয়ে নির্মিত বাড়ির বাউন্ডারির কিছু অংশ ভাঙ্গার পর একপর্যায়ে স্থানীয় জনসাধারণের তোপের মুখে পড়ে অভিযান বন্ধ করে চলে যান এসিল্যান্ড রাতুল। এসময় উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যারা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবার আরো জানান লট উখিয়ারঘোনা মৌজার বিএস ২১৬ নং খতিয়ানের বিএস দাগ ১৮৭৪ ১৮৭৫, ১৮৭৬, ১৮৭৭ দাগে আমার বসত বাড়ী, ১৯৮২সালে ১৮৯১ দাগের জমি সরকারি ভাবে লীজ গ্রহণ করি। প্রায় শতবছর ধরে ওই জমিটি ভোগদখলে আছি। তিনি তদন্তের মাধ্যমে সুষ্ঠ সমাধান চান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলার রামু উপজেলা সহকারী কমিশনার ভুমি জানান- কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় সরকারি খাস খতিয়ানভূক্ত জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেয়া হয়েছে।
পরবর্তী সময়ে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।