
মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়ীতে বেড়াতে এসে পৌরসভার আঙ্গার পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আয়ান হোসেন নামের পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর বাবা রামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঙ্গারপাড়া গ্রামের নোয়া রাজা পাটোয়ারী বাড়ির বাসিন্দা ও রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান হাবীব । এই মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবারে ও এলাকায় চলছে শোকের মাতম। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে একই গ্রামের আবদুল কাদের মুন্সি বাড়ির পুকুরে। আয়ানের নানার বাড়ী।
জানা গেছে আব্দুল কাদের মুন্সি বাড়ি শিশুটির নানার বাড়ি। গত তিনদিন আগে আয়ান হেসেন এ বাড়ি তে বেড়াতে আসে। আজ বিকেলে নানাদের পুকুর পাড়ে সে খেলা করার সময় হঠাৎ সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
পরে স্বজনরা পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। এঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।