
রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পার্শ^বর্তী এলাকার সনাতন ধর্মালম্বী ২৯ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে পূজার নতুন জামা বিরতণ করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২৫ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র উপদেষ্টা দপ্তরের পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাসেবী সংগঠন “নবজাগরণ ফাউন্ডেশন” এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বলেন, শারদীয় দূর্গোৎসব আমাদের একটি সর্বজনিন উৎসব। যদিও এটি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। রাষ্ট্র যেমন সবার। তেমনি ধর্ম যার যার হোক উৎসব কিন্তু সবার। পূজোর এই উৎসবেকে আরও অর্থবহ করার জন্য নবজাগরণ ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাই। এর মাধ্যমে পূজোর আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেও দিয়ে পরিচালিত নবজাগরণ ফাউন্ডেশনের এই ধরনের কর্মকাণ্ড আমাকে বিমোহিত করেছে। লেখাপড়ার সার্থকতা আমি এখানেই দেখতে পাই।
সংগঠনের সদস্য নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. ফারহাত তাসনিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জান্নাতুল কোবরা, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নবজাগরণ ফাউন্ডেশন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত ও অনগ্রসর শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এদের কাজের মধ্যে রয়েছে বিনামূল্যে শিক্ষা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উৎসবে শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন আয়োজন করে আসছে।