মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরপপরই ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেনকে মারধর, বসতঘর ভাংচুর এবং ৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে।
মঙ্গলবার -১৭ সেপ্টেম্বর- রাতে আদালতের নির্দেশে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির ৩৮০-৫০৬ ধারায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ সহ ১৪ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৭ তারিখ ১৭-৯-২৪ জিআর নং ১০৮-২৪।
মামলার বাদি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নাসির উদ্দীনের ছেলে মো. মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. আতাউর রহমান।
মামলায় আরও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন- মো. মামুন- শহীদ শরীফ- নাজমুল হুদা- মতি হাওলাদার- আসাদুজ্জামান- মাহামুদ- ইমাম হোসেন- মো. শফিক- আবু- আল আমিন শরীফ- সেলিম শরীফ- কালাম শরীফ এবং সাগর শরীফ।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান- বাদির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ মোতাবেক রাতেই মামলাটি রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।