![](https://dainikajkerbangla.net/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শওকত আলম- কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেড়শতাধিক দেশী-বিদেশী এনজিও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
মঙ্গলবার -৭ জানুয়ারি- উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত এনজিওসমূহের সমন্বয় সভায় মাত্র ৩০ থেকে ৩৫টি এনজিওর প্রতিনিধি অংশ নেন.
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন- আপনাদেরকে সুন্দর কর্মপরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব। একই সাথে প্রশাসনিক নির্দেশনা মেনেই আপনাদের প্রকল্প পরিচালনা করতে হবে।”
যেসব এনজিও সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।